মোঃ আশিফুজ্জামান : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর জন্মদিন উপলক্ষে ২৬ জুলাই মঙ্গলবার নগরীর হালিশহরে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা গোলাম সামদানী জনির উদ্যােগে মন্ত্রীর সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও গরীব দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হালিশহর থানা যুবলীগ নেতা সরোয়ার জামান, মোহাইমিনুল হক সোয়েব,এ আর আরমান হোসেন,সানজিদ ইবান,ইউসুফ চৌধুরী,মোঃ রনি,হালিশহর থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য এ,কে আরিফ,,যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি,সাব্বির আহমেদ শামীম,ইসমাইল সম্রাট,জোবায়ের হোসেন,সাইমুন,জাহিদুল ইসলাম রাহি,আল আমিন,সাজিদ,শুভ,সজীব,রবিন,মাসুদ,রাফি,নাহিদ,মাহিন,মাসুম,নুরে আলম চৌধুরী ,মোস্তাকিম আহমেদ রাজু,নাহিদ,আলভি,ইফতি,আবির,রাহিম,মাহিন,সিয়াম,ফোজায়েল,আবির,ফাহাদ,মুন্না,ফায়াজ প্রমুখ।
পড়েছেনঃ ৭৬