
ফারহান সিদ্দিক: চট্রগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্রগ্রাম মহা সড়কে পুলিশের ধাওয়া খেয়ে সড়ক দূর্ঘটনায় কোরবান আলি (৪০) নামের এক সিএনজি চালকের মৃত্যু। আজ বুধবার ( ৩ আগষ্ট) সকাল ১১ টা সময় ঢাকা-চট্রাম মহাসড়কের বটতল এলাকায় কুমিরা হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি টি উল্টদিকে ঘুরানোর সময় ঢাকামুখি দাউদকান্দি এক্সপ্রেস নামক একটি বাসের নিচে পড়ে ধুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয় এবং আহত ৩ যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
এই ঘটনা নিশ্চিত করে সীতাকুণ্ডে মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি টি ঘুরানোর সময় এই দূর্ঘটনার ঘটে। এই সময় কোরবান আলি নামের এক সিএনজি চালক নিহত হয়। উল্লেখ্য মহাসড়কে তিন চাকার সিএনজি নিষিদ্ধ হলেও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সীতাকুন্ডে অংশে চলছে অবাধে। প্রতিনিহিত হাইওয়ে পুলিশ ও সিএনসি চালকের মধ্যে চলে চোর-পুলিশ খেলে। এতেই ঘটে দূর্ঘটনার।