সময়ের নিউজ ডেস্ক: রাত অনুমান ০৩.১৫ ঘটিকার সময় ডবলমুরিং মডেল থানাধীন ধনিয়ালাপাড়া ডিটি রোডস্থ দেওয়ানচাঁদ মহল ভবনের মেসার্স গোল্ডেন মটরস টায়ারের দোকানের সামনে হতে বাদী কোস্টগার্ড, চীফ পেটি অফিসার মোঃ শরিফুল ইসলাম (৪৬) ‘কে ০৬ জন ছিনতাইকারীরা ত্রাস সৃষ্টি করে ধারালো ছোরার ভয় দেখিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে বাদীর ০১টি মানি ব্যাগ, নগদ- ৩,৫০০/-টাকা, মোবাইল ফোন, ০১টি হ্যান্ড ব্যাগ, ট্রাস্ট ব্যাংকের এটিএম কার্ড, এনআইডি কার্ড, সার্ভিস আইডি কার্ড, র্যাংক ব্যাচ, ইউনির্ফম ছিনতাই করে নিয়ে যায়।
এ সংক্রান্তে সিএমপির ডাবলমুরিং মডেল থানার টিম ঘটনা সংঘটিত হওয়ার সময় ইং ০৩/০৮/২০২২ তারিখ ০৩.১৫ ঘটিকা হতে ইং ০৪/০৮/২০২২ তারিখ ০১.৪০ ঘটিকা পর্যন্ত নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে সিএমপির বন্দর থানাধীন কলসী দিঘীর পাড় সহ অত্র থানা এলাকার বিভিন্ন জায়গা হতে আসামী ১। আহম্মদ (৫০), ২। মোঃ ফারুক (৩৬), ৩। মোঃ হোসেন (২১) ও ৪। মোঃ আসিফ (২০)’দের গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে ছিনতাইকাজে ব্যবহৃত ০১টি হাতুড়ি, ০১টি ছোরা, ছিনতাকৃত নগদ ৫০০/- টাকা ও হ্যান্ড ব্যাগ এবং হ্যান্ড ব্যাগে থাকা ট্রাস্ট ব্যাংক লিঃ এর এটিএম কার্ড, সার্ভিস আইডি কার্ড, র্যাংক ব্যাচ, ইউনির্ফম উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে। উক্ত ঘটনা সংক্রান্তে ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।