মধ্যনগরে ভারতীয় ৩৪ বোতল মদ সহ ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের রুপনগর গ্রামের মানিক চান (২১) কে ৩৪ বোতল ভারতীয় মদ ও বাইক সহ মধ্যনগর থানা পুলিশ গ্রেফতার করেছে। জানা যায় ৩/৮/২০২২ ইং বুধবার দিন গত রাত ১ টার সময় মধ্যনগর থানার এসআই(নি:)/মির্জা মাহমুদুল করিম, এএসআই(নি:)/আ: আজীম  সঙ্গীয় ফোর্স সহ ১নং বংশীকুন্ডা উত্তর ইউপির অন্তর্গত রূপনগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে, মোঃ মনির উদ্দিন এর ছেলে মানিক চান(২১),  কলতাপাড়া এলাকা থেকে মোটরসাইকেল সহ পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।এ বিষয়ে মধ্যনগর থানার ও সি জাহিদুল হক জানান, ৩৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ স্পিড(মদ বলিয়া কথিত)ও আসামি ব্যবহৃত মোটরসাইকেল সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। মধ্যনগর থানার মামলা নং -০৩, তারিখ -০৪/০৮/২০২২খ্রি: ধারা-১৯৭৪ সালের  বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি রুজু করা হয়।