বাদল রায় স্বাধীন: সন্দ্বীপ পৌরসভা ৪ নং ওয়ার্ড আওয়ামীলিগের বর্ধিত সভায় মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন আগষ্ট মাস আসলে পাকিস্থানী দোসরদের বুক কেঁপে উঠে,কারন ৭৫ পরবর্তী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অমানবিক ভাবে হত্যার পরও তারা থেমে থাকেনি। প্রতি ১৫ আগষ্ট তারা তান্ডব চালাতো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রতি।ওনার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো দূরে থাক ওনার নামটি পর্যন্ত উচ্চারন করতে দিতোনা তারা।আজ সেই বঙ্গবন্ধুর তনয়া ক্ষমতায় থাকায় তারা পাল্টা আঘাতের আশংকায় ভোগে। কিন্তু আওয়ামীলিগ সে প্রতিহিংসার রাজনীতি করেনা।আওয়ামীলিগ মানে দেশের উন্নয়ন করা দেশের প্রতিটি মানুষকে নিশ্চিত নিরাপদ জীবন দেওয়া। আজ সন্দ্বীপ পৌরসভা মার্কেটেস্থ আওয়ামীলিগের কার্যালয়ে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলিগ সভাপতি মোঃ জসিম উদ্দিন।
কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলিগের সাধারন সম্পাদক মোঃ দিদার এর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলিগের সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র সফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলিগ নেতা যথাক্রমে মাষ্টার গোলাম মাঈন উদ্দিন,মাষ্টার জয়নাল আবেদিন,রফিকুল ইসলাম মিল্টন, মোঃ সিরাজ,মোঃ সাইফুল ইসলাম, সাহাবুদ্দিন তালুকদার, যুবলীগ নেতা মাকুছুদের রহমান জাবেদ, ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিন প্রমুখ। সভায় আসন্ন ১৫ আগষ্ট উপলক্ষে আগামী ১৬ আগষ্ট পৌরসভা আওয়ামীলিগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবস ও শহীদ দিবসের কর্মসূচী সফল করতে সকলকে পরামর্শ প্রদান সহ আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলিগ সরকারকে আবারো ক্ষমতায় আসীন রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম চালানোর আহব্বান জানান বক্তারা।