ফারহান সিদ্দিক : চট্টগ্রামের চিড়িয়াখানায় কৃত্রিম পদ্ধতিতে জন্ম নেয়া অজগর সাপের ১১ বাচ্চা অবমুক্ত করা হয় সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে। আজ রোববার(৭ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ১১টি অজগরে সাপের বাচ্চা ইকোপার্কের গভীর পাহাড় অরণ্যে অবমুক্ত করেন। যানা যায়, বিশেষ ইনকিউবেটরের মধ্যামে ৬৫ দিন রেখে এই ১১ টি বাচ্চা ফুটানো হয় চট্রগ্রাম চিডিয়াখানায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহাদাৎ হোসেন শুভ, বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কের রেঞ্জার মো. আলাউদ্দিন, অসিম কান্তি দাশসহ সীতাকুন্ড ইকোপার্কের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীগণ ।
পড়েছেনঃ ৯৮