সময়ের নিউজ ডেস্কঃ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভূগী ও তার পরিবার। ৭ আগস্ট রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন পূর্ব মাদারবাড়ী’র মৃত আব্দুল কাদের চৌধুরীর স্ত্রী আনোয়ারা বেগম।
এসময় ভুক্তভূগী আনোয়ারা বেগম বলেন, আমরা দীর্ঘদিন যাবত মৌরশি সূত্রে চৌধুরী বাড়ীতে বসবাস করে আসছি। এলাকার চিহ্নিত ভূমিদস্যু আব্দুল আহাদ চৌধুরী এবং আব্দুল লতিফ চৌধুরী গং জাল দলিল এবং মিথ্যা ওয়ারিশন সনদ সৃজন করে আমাদের মৌরশি সম্পত্তি জোরপূর্বক আত্মসাৎ এবং চলাচলের রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা আগ্রবাদ ভূমি অফিসে যোগাযোগ করে জানতে পারলে এই দলিল বাতিল এর আবেদন এবং তাদের বিরুদ্ধে গোলাভাগ মামলা করি। মহামন্য আদালত এ তারা উপযুক্ত প্রমাণ এর দলিল দাখিল করতে না পারায় আদালত উক্ত জায়গায় নিষেধাজ্ঞা আরোপ করে। তারা এতে ক্ষীপ্ত হয়ে আমাদের বহু বছর এর চলাচল এর রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং আমাদের প্রাণ নাশের হুমকি প্রদান করছে। তাই আজকে আমরা নিরুপায় হয়ে আজকে এই সংবাদ সম্মেলন এর মাধ্যমে স্থানীয় প্রশাসন, মাননীয় ভূমি মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি যাতে আমরা নিরাপদে আমাদের পৈত্রিক বসতবাড়ি তে বসবাস করতে পারি এবং উক্ত ঘটনা সুষ্ঠু তদন্ত মাধ্যমে দোষীদের শাস্তি আহবান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনোয়ারা বেগম এর পুত্র আব্দুল মহুমান চৌধুরী, কন্যা নাসরিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।