
মো. তাসলিম উদ্দিন, সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুরে তিন মাদক সেবনকারীকে ১৫( পনের) দিনে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮আগস্ট) রাতে উপজেলার শাহবাজপুর এলাকায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল হক মৃদুল মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের এই জেল জরিমানা করেন। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলায়েতসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা- কর্মচারীগণ সহযোগিতা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মো. মন্নু মিয়া (৫৫), মো.শাহ আলম মিয়া (৪০) অপর জন মো. উসমান গনি (৩৫) গাজা সেবন করে নেশাগ্রস্ত হয়ে চিৎকার করে জনসাধারনের শান্তি বিনষ্ট করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(৫) ধারা অনুসারে অভিযুক্ত ৩ (তিন) জনের প্রত্যেককে ১৫(পনের) দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয় ও ১ হাজার টাকা করে জরিমানা করে আদায় করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মো. আরিফুল হক মৃদুল জানান।