
বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩নং মোগড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাজেন্দ্রপুর পীরবাড়ী চিশতীয়া হোসাইনিয়া দরবার শরীফে নানা কর্মসূচির মাধ্যমে ১০ই মহররম পবিত্র আশুরা পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে স্থানীয় রাজেন্দ্রপুর চিশতিয়া হোসাইনিয়া দরবার শরীফে সোমবার বিকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মিলাদ মাহফিল, জিকির আছকার, জারীগান, তাজিয়া শরীফ জিয়ারত, মঞ্জিল পৌছানো দোয়া মোনাজাত সহ নানা কর্মসূচির মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র আশুরা উদযাপন করা হয়েছে।
দরবারের গদ্দিনিশিন পীর হযরত জাহের উদ্দিন চিশতি আল হোসাইনী জানান, আমার পিতা মরহুম শাহ্ সূফী হযরত নাছির উদ্দীন চিশতি (রহঃ) ভারতের আজমির শরীফ থেকে খেলাফত প্রাপ্ত হয়ে এ দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকে প্রচলিত প্রথা অনুযায়ী এ বছর ১০৯তম পবিত্র আশুরা পালিত হয়েছে। এসময় দরবারের ভক্ত আশেকানরা ১০ই মহররম কারবালার ময়দানে হযরত ইমাম হোসাইন (রাঃ) এর শাহাদাতের কথা স্বরণ করে মহররম মাসের জারী ও হায় হোসেন! হায় হোসেন!! করে মাতলুম করতে দেখা গেছে।
অনুষ্ঠানে পারিবারিক লোকজন, ভক্ত আশেকান ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আনু মিয়া, দরবারের পরিচালক ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলফাজ সরদার, দরবারের সহযোগী মোঃ ইউসুফ আলী, দরবারের খাদেম মনিয়ন্দ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, কসবা বাদোইর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ শফিকুল ইসলাম খন্দকার, দরবারের বড় মিয়া ঢাকা আশকোনা ৪৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের কর্মী মোঃ শাহজাহান, দরবারের খেলাফত প্রাপ্ত পীর নাসীরনগর উপজেলা গোকর্ণ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিক চিশতি, দরবারের ভক্ত ব্যাবসায়ী মোঃ ইসহাক মিয়া, দরবারের খলিফা মোঃ বাবুল চিশতি, ভক্ত মোঃ নাজিম উদ্দীন, মোঃ সুহেল, মোঃ উলফত আলী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পড়েছেনঃ ১২০