মধ্যনগর উপজেলায় হালনাগাদ নতুন ভোটার তালিকার কার্যক্রম চলছেঃ ভোটার তালিকার ঠিকানা পরিবর্তনের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হালনাগাদ নতুন ভোটার তালিকার কার্যক্রম চলছে, ৭ আগস্ট রবিবার থেকে বি পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ভবনে একার্যক্রম চালু হয়েছে। অনন্তপুর গ্রামের ভোটার তালিকা ভুল ঠিকানায় করে গ্রামবাসীকে বিপাকে পালানোর অভিযোগ তুলেছে গ্রামবাসী । জানা যায় ২০০৮ সালের ভোটার তালিকায় অনন্তপুর বাদ দিয়ে এন আই ডিতে জালালপুর লিপিবদ্ধ করেন মাঠ কর্মীরা।  কুচক্রী মাঠ কর্মী ও সুপার বাইজারের অনিয়ম দুর্নীতির ফলে, অনন্তপুর গ্রামবাসী পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। মধ্যনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তন্তর গত অনন্তপুর গ্রামের প্রায় ২৫০ টি ভোটের ঠিকানা পরিবর্তনের অভিযোগ বারংবার সরকারের কতৃপক্ষকে জানালেও এর কোনো সুরাহা মিলছে না। কর্মরত মাঠ কর্মী ও সুপার বাইজার এর অনিয়ম দুর্নীতির কারণে চরম ভোগান্তির শিকার হয়েছে গ্রামবাসী।একই ওয়ার্ডের দূরবর্তী গ্রাম জালালপুরের ঠিকানায় এন আই ডি কার্ডের ঠিকানা অন্তর ভক্ত করায়।

অনন্তপুর গ্রামের বিল্লাল হোসেন প্রতিনিধিকে জানান, এতে সকল গ্রামবাসী বিভিন্ন অফিস আদালতে হয়রানির শিকার হতে হচ্ছে এবং সরকারি চাকুরী ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে আবেদনকারীগন, বাতিল করা হচ্ছে তাদের ন্যয্য অধিকার থেকে। অথচ জন্মনিবন্ধন সহ দলিল, ট্রেক্স, রাজস্ব আদায় অনন্তপুর ঠিকানায় ব্যেবরিত হচ্ছে। অন্যদিকে বর্তমান তরুণ তরুণীর ভোটার হতে, দেখা গেছে উপচে পড়া ভীড়,তরুণ তরুণীরা অধিক আগ্রহে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। টিম লিডার আকিদ মিয়া জানান, মধ্যনগর সদর ও চামরদানী ইউনিয়নের নতুন ভোটার তালিকা করা হচ্ছে, এরিমধ্য ১৪ জনের কর্মরত সদস্যের ২ ভাগে কাজ করছে,  কম্পিউটার অপারেটিং ক্যামেরার ৫ টি বুথে কাজ করছেন কর্মরত সদস্যরা। এন আই ডি কার্ডের ফরম পূরণ ও ছবি তুলার কাজ ১০ আগস্ট বুধবারে সম্পন্ন করার কথা রয়েছে।