
হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৯জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার সময় চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া সিকদার পাড়া থেকে গ্রেপ্তার করে। আটককৃত ব্যক্তিদ্বয় হল কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ধুরুং গ্রামের মৃত ছালে আহমদের পুত্র মোহাম্মদ আবু কাসেম (৩৮) ও লোহাগড়া উপজেলার চরম্বা ইউনিয়নের আলী ফকির বাড়ীর আলী আহমদের পুত্র মোঃ আইয়ুব(৩০)।তাদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় এস আই মোহাম্মদ সোহেল বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেন।
হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ আটকের সত্যতা স্বীকার করে বলেন আটককৃত ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এ অভিযান পরিচালনা করা হয়।
পড়েছেনঃ ১০৭