সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

মো. তাসলিম উদ্দিন ,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি প্রধান উপদেষ্টা ও সরাইল উপজেলা আওয়ামীলীগ এর সদস্য ফরহাদ রহমান (মাক্কি)র প্রথম মৃত্যুবার্ষিকী আজ। অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি চলে গেছেন অনেক দুরে না ফেরার দেশে। আজ বুধবার তার প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এইদিনে তিনি ২০২১ (১০ আগস্ট) ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরাইল উপজেলা সদর সৈয়দ টুলা গ্রামের নোয়াহাটি জামে মসজিদে (১০ আগস্ট) বাদ আছর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। অনুষ্টিত মিলাদও দোয়া পরিচালনা করেন, নোয়াহাটি জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মো.নোমান হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন, সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.ইদ্রিস আলী, সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সৈয়দ তানবির হোসেন (কাউসার) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী, টিকাদার মো. মোহন মিয়া,সোহেল প্রমুখ।মরহুম ফরহাদ রহমান মাক্কির রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন রাজনৈতিক,পারিবারিক ও প্রিয় বন্ধু দোয়া মাহফিলের আয়োজন করেছেন। পরে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়েছে। মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।