
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজ হল রুমে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি রচনা ও চিত্রাঙ্কন প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৬ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করেছে, এর মাঝে ৯ জন কবিতা আবৃত্তি ও ৯ জন রচনায় এবং চিত্রাঙ্কনে ২৮ জন অংশ গ্রহন করেছে । ১৪ আগস্ট রবিবার দুপুর ১ টায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান চিত্রাঙ্কন অংশ গ্রহনকারী ছাত্র ছাত্রীর প্রতিযোগিতা কালে পরিদর্শন করেন। এছাড়াও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান আয়োজিত অনুষ্ঠানের কবিতা আবৃত্তি রচনা ও চিত্রাঙ্কন অংশ গ্রহনকারী ছাত্র ছাত্রীর প্রতিযোগিতা অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন ।
নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এর সভাপতিত্বে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মনমত মহানায়ক, এসময় উপস্থিত ছিলেন, মধ্যনগর থানার ও সি মোঃ জাহিদুল হক,অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্তী,সাবেক আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক কুতুবউদ্দিন তালুকদার,যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, মধ্যনগর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান, অধ্যাপক জসিমউদদীন মোল্লা, অধ্যাপক গোলাম জিলানী উপজেলা পরিষদের অফিস সহকারী উজ্জ্বল হাসান প্রমুখ।