![](https://somoyernews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড : আজ ১৩ আগস্ট ২০২২ ইং শনিবার বিকাল ৪ঘটিকায় কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় হলরুমে সীতাকুণ্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশন (সীযুপ্রফা) এর নবীন বরন অনুষ্টিত হয়।
এই সময় অনুষ্ঠানের সভাপতি ইউসুফ খাঁন বলেন আমাদের সকলের শিক্ষা কে গুরুত্ব দিতে হবে পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে পিচিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে আসতে হবে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাকির হোসেন এর সভাপতিত্বে ও আকবর শাহ এর সঞ্চানালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন। প্রধান আলোচক ছিলেন কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় এর প্রিন্সিপাল মো. নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন চৌধুরী ও সার্জেন্ট(অবঃ)মজিবুর রহমান। বক্তব্য রাখেন শেখ আলফাজ ও রিয়াজউদ্দীন প্রমুখ।
পড়েছেনঃ ৭৯