জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন, মিলাদ দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করেন রাজিবুল আহসান সুমন

সময়ের নিউজ ডেস্কঃ জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আজ ১৫ আগষ্ট সোমবার চট্টগ্রামে জামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানাতে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, বেগম আরজু মনি সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝে খাবার বিতরন করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা যুবলীগের সভাপতি প্রার্থী রাজিবুল আহসান সুমন।
উক্ত খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও খাবার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা দাউদ খালেদ কাইজার, আকতার হোসেন সাহাব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ নেতা আবু হায়দার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল হান্নান, যুবলীগ নেতা ইয়াছিন মামুন, মোহাম্মদ শাহজামান আরজু, আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জলসা, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা কাজী রমিজ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বাবর উদ্দীন সাগর, যুবলীগ নেতা মুসলিম উদ্দিন মুন্না, মাকছুদের রহমান পারভেজ, মাহবুব সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা তৌহিদুর রহমান পাপ্পু, আলি আজম, রাকিবুল ইসলাম রকি, রেজাউল করিম ফাহাদ, সমাজসেবক মিজানুর রহমান, আবুল মহসিন রানা, মাহমুদ খান রানা প্রমুখ।