রৌমারী শুভ সংঘ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলা শুভ সংঘ কমিটির আয়োজনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সন্ধার দিকে প্রেসক্লাবে কালের কণ্ঠ পত্রিকার উপজেলা কমিটির শুভ সংঘের সভাপতি মাসুদ পারভেজ রুবেল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মাস ব্যাপি নানা কর্মসূচির বিষয় নিয়ে সদস্যদের সাথে মতবিনিময় করা হয়। কর্মসূচির মধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের কে নিয়ে চিত্রাঙ্কন ও গানের প্রতিযোগীতার আয়োজন করাসহ নানা বিষয় নিয়ে রৌমারী উপজেলা শুভ সংঘ কমিটির সদস্য ও সদস্য হতে ইচ্ছুকদের কে নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহসভাপতি রাসেল ইসলাম রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক তারিক জামিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুখ বাদশাসহ অন্যন্নরা হলেন জাহিদুল ইসলাম জাহিদ, আনোয়ার হোসেন, আনারুল ইসলাম, আল আমিন, রনি আহমেদ, মোকছেদুলসহ আরও অনেকে।