শোকের মাস আগস্ট উপলক্ষে স্বদেশ আবৃত্তি সংগঠনের আয়োজনে মৃত্যুঞ্জয়ী মুজিব শিরোনামে আবৃত্তি ও কথামালা অনুষ্ঠান

সময়ের নিউজ ডেস্কঃ আগামী ১৯ আগস্ট রোজ শুক্রবার বিকাল ঠিক ৩ টায় শোকের মাস আগস্ট উপলক্ষে স্বদেশ আবৃত্তি সংগঠনের আয়োজনে মৃত্যুঞ্জয়ী মুজিব শিরোনামে আবৃত্তি ও কথামালা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মোহাম্মদ সেলিম ভূঁইয়া সভাপতিত্বে কথামালা পর্বে প্রধান অতিথি থাকবেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান আলোচক থাকবেন মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাঙামাটি পার্বত্য জেলা। বিশেষ অতিথি থাকবেন যথাক্রমে জাহান বশীর, সভাপতি, বিশ্বভরা প্রাণ আন্তর্জাতিক কমিটি।মুজিবুল হক বুলবুল, সাধারন সম্পাদক, শিল্পকলা একাডেমি, রাঙামাটি পার্বত্য জেলা, অঞ্চল চৌধুরী, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম।

কবি হাসান মনজু, সভাপতি, রাঙামাটি সাহিত্য পরিষদ। আবৃত্তি পর্বে আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে উপস্থিত থাকবেন মাসুম আজিজুল বাশার, সভাপতি, ত্রিলোক আবৃত্তি পাঠশালা, ঢাকা, মুহাম্মদ মসরুর হোসেন, সভাপতি, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, চট্টগ্রাম। সৈয়দা সাজিদা খানম স্নিগ্ধা, সভাপতি, কণ্ঠবাউরি আবৃত্তি সংগঠন, ঢাকা। মুজাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক, সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রাম। সুমনা চাকামা, সভাপতি, অক্ষর আবৃত্তি পাঠশালা, খাগড়াছড়ি। বনকুসুম বড়ুয়া, সহ সভাপতি দৃষ্টি চট্টগ্রাম, সোহেল চৌধুরী খোকন, সভাপতি, কাপ্তাই আবৃত্তি একাডেমি। মোঃ ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক, প্রমিতি সাংস্কৃতিক একাডেমি, চট্টগ্রাম দলীয় পরিবেশনায় করবেন স্বদেশ আবৃত্তি সংগঠন মুক্তধ্বনি আবৃত্তি সংসদ অক্ষর আবৃত্তি পাঠশালা এছাড়া একক আবৃত্তি করবে স্বদেশে আবৃত্তি সংগঠনের আবৃত্তি শিল্পীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মোঃ জসিম উদ্দিন ও মেরিলিন এ্যানি। সংগঠনের সহ সভাপতি কবি আব্দুল কাদের আরাফাত অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক করতে সকলে আন্তরিক উপস্থিতি কামনা করেছেন।