নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ডস্থ মধ্যম রামপুর ধোপাপাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সময়ের নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ড স্থ মধ্যম রামপুর ধোপাপাড়া সমাজ কমিটির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯ শে আগষ্ট শুক্রবার অনুষ্ঠিত এই নির্বাচনে ৯ টি পদের জন্য ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সকাল ৮ থেকে বিকাল ৫ টা পযন্ত সমাজ কমিটির নির্বাচনে ৩৫৬জন ভোটার স্বতঃস্ফুর্তভাবে ভোট প্রদান করেন। সমাজ কমিটির নির্বাচনে চট্টগ্রাম সিটি করর্পোরশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও ১ নং প্যানেল মেয়র আবদুর সবুর লিটন সকালে ভোট দিতে আসেন।

নির্বাচন কে ঘিরে পুরো এলাকা আনন্দ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নির্বাচন কে সুষ্ঠ করতে নির্বাচন স্থান সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষন করা হয়। নির্বাচনে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন সার্বিক ভাবে সহযোগিতা করে।

এ সময় ভোট দিতে আসা ভোটররা বলেন ভোট শান্তিপূর্ন ভাবে হচ্ছে। যারা সমাজের জন্য নিরলস ভাবে কাজ করবে এমন যোগ্য প্রার্থী চান স্থানীয় ভোটররা।

নির্বাচনে বিজয়ী প্রার্থীরা বলেন মধ্যম রামপুর ধোপাপাড়া সমাজ কে মাদক, জুয়া ও ,অসামাজিক কার্যকলাপ দুর করা আমাদের প্রধান লক্ষ্য।

ভোট গ্রহন শেষে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এস এম হাবিবুল্লাহ এ সময় তিনি বলেন আমরা চেষ্ঠা করেছি একটি সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য।

মধ্যম রামপুর সমাজ কমিটির প্রধান উপদেষ্টা ও চসিকের ১ নং প্যানেল মেয়র আবদুর সবুর লিটন বলেন এ নির্বাচন শুধু মধ্যম রামপুর সমাজ কমিটির নির্বাচন হিসাবে নয় এটি আমার অত্র এলাকার ২৫ নং রামপুর ওয়ার্ডে ভবিষ্যৎতে যেখানে নির্বাচন করবে সেখানে মডেল হিসাবে কাজ করবে।