
বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজাকে ঘিরে এখন বানিয়াচং উপজেলার সেন পাড়া মহল্লা গুলোতে আগাম উৎসবের আমেজ বয়ে চলছে। উচু-নিচুর বিভেদ ভুলে সমাজের সকলস্থরের মানুষকে একত্র করে মহা-মিলন হয় বলে এ পূজাকে বলা হয় সার্বজনীন পূজা। এছাড়াও বিদ্যা প্রাপ্তির আশায় এই পূজা করা হয় বলে এই পূজাকে বলা হয় জ্ঞানের উৎসব। তাই সরস্বতী পূজাকে সামনে রেখে বানিয়াচং উপজেলার অন্তর্ভুক্ত সেনপাড়ার প্রতিমা শিল্পী অনয় আচার্য ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরিতে। প্রতিমা তৈরির পাশা পাশি সাজসজ্জার প্রস্তুতিও চলছে পুরোদমে। বছর ঘুরে সরস্বতী পূজা আসলেই মৃৎশিল্পী অনয় আচার্য ২০-৩০ টি প্রতিমা তৈরির কাজ করে থাকেন।প্রতিবছরের ন্যায় এবছর ও তিনি নিজ বাড়িতে ২২ টি প্রতিমা তৈরি করেছেন। সেই সঙ্গে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রতিটি এলাকায় প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। পরিবারের সদস্য ছাড়া ও বাড়তি আরো ৪-৫ জন শ্রমিক নিয়ে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। যেনো দম ফেলার ফুসরত নেই বানিয়াচংয়ের সেনপাড়া এলাকার মৃৎশিল্পীদের। পূজা আসলেই মৃৎশিল্পীদের একটু কদর বাড়ে।অন্যসময় তারা কৃষিকাজ এবং অন্যান্য কর্ম করে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। এ ব্যাপারে সেনপাড়া গ্রামের মৃৎশিল্পী অনয় আচার্য জানান,আমার বাবা অসিত আচার্য বানিয়াচংয়ের একজন নামকরা মৃৎশিল্পী। বাপ-দাদার পেশা আঁকড়ে ধরে আছি। অন্যান্য সময় আমাদের মতো মৃৎশিল্পীদের কেউ খোঁজ -খবর রাখেনা। প্রতিবছর বিভিন্ন পূজা পার্বন আসলেই আমাদের কদর বাড়ে। তখন প্রতিমা তৈরির কাজে আমরা ও ব্যস্ত হয়ে পড়ি। এ ব্যাপারে বানিয়াচং থানার কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন জানান,হিন্দুদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। আর এই উৎসব সম্পন্ন করার লক্ষ্যে বানিয়াচং থানা প্রশাসন সব ধরনের সার্বিক সহযোগিতা