২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে যুব-সংগঠক গোলাম ছামদানী জনির উদ্যােগে কালো পতাকা মিছিল, কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

আসিফুজ্জামান সারাফাতঃ ২০০৪ সালের ২১ শে আগষ্ট চারদলীয় জোট সরকারের শাসন আমলে বর্বরোচিত গ্রেনেড হামলার মাষ্টার মাইন্ড তারেক রহমানকে দেশে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে যুবলীগের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুব-সংগঠক গোলাম সামদানী জনি’র উদ্যোগে ২১আগষ্ট রবিবার বিকালে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় কালো পতাকা প্রদর্শনের মাধ্যমে র্যালী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।পরে নিহতদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআনে খতম, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন হালিশহর থানা যুবলীগ নেতা মুকুল হোসেন, সরোয়ার জামান,মোস্তফা সম্রাট রিগান, রবিউল ইসলাম আরমান,আওয়াল মিজি, ফাহিম আনসারি, তাসকিন আহাম্মেদ নিলয়,তুষার আহাম্মেদ,আকিব আহাম্মেম,শরিফ ভূইয়ান হালিশহর থানা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক নওশাদ আলী, ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহফুজ আহাম্মেদ ফাহিম, যুগ্ম-সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রনি, সাব্বির আহাম্মেদ শামীম, ইসমাইল সম্রাট, মিজানুর রহমান সানজিদ, তামিম আহাম্মেদ ইফাজ, আফসারুল আলম ইমন, সহ দলের অঙ্গসংগঠনের অনান্য নেতৃবৃন্দ।