সরকারী ও মেয়াদ উর্ত্তীণ ওষুধ রাখার দায়ে জরিমানা গুনলো সীতাকুণ্ডে তিন প্রতিষ্ঠান

ফারহান সিদ্দিক : চট্রাগ্রামের সীতাকুণ্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের নেতৃত্বে সীতাকুণ্ড বাজারে ওষুধের ফার্মেসিতে আজ সোমবার দুপুর ১ টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় । এসময় সরকারী সংস্থা পুলিশ কে দেওয়া ওষুধ অবৈধভাবে দোকানে রাখার দায়ে শ্রিপ্রা মেডিকো ফার্মেসি কে ২০,০০০ টাকা, মেয়াদউর্ত্তীণ ওষুধ রাখার দায়ে বিরাজ মেডিকেল হল কে ১৫,০০০ টাকা ও জনতা ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স এবং বৈধকাগজ পত্র দেখাতে না পারায় ১০,০০০ টাকা জরিমানা সহ বন্ধ ঘোষণা করা হয়। তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৫,০০০ হাজার টাকা জরিমান সহ মুছলেখা নেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূর উদ্দীন রাশেদ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, আবাসিক মেডিকেল অফিসার ডা.মিলজার হোসেন সহ সীতাকুণ্ড মডেল থানার এ এস আই ইমরান এর নেতৃত্বে পুলিশের একটি টীম।
এসময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহদাত হোসেন বলেন সরকারী ও মেয়াদ উর্ত্তীণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫,০০০ টাকা ও প্রয়োজনিয় কাগজপত্র না থাকায় জনতা ডায়াগনস্টিক সেন্টার নামের একটি ল্যাবকে ১০,০০০ টাকা জরিমানা ও বন্ধ ঘোষনা করে সিলগালা করা হয়। পরবতর্তীতে এই ধরণের অপরাধ থেকে বিরত থাকা জন্য সর্তকতা প্রদান করা হয় এবং আমাদের এই ধরণের অভিযান অবহৃত থাকবে বলে জানান তিনি।