
সময়ের নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, আমাদের জীবনে সবচেয়ে নৃশংস ও শোকের দিন পনের আগস্ট। স্বাধীন বাংলাদেশে স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকচক্র সপরিবারে হত্যা করে এই দিনে। দিবসটি ইতিহাসে সংঘটিত নৃশংস এক কলঙ্কময় ও বাঙালির ভাগ্যাকাশে মর্মান্তিক শোকাবহ দিবস। এই হত্যাকান্ড বাংলাদেশ তথা বিশ্ব ইতিহাসে একটি জঘন্য বর্বরোচিত হত্যাযজ্ঞ। এদেশের পরিাজিত পাক হানাদার দোষররা তাঁর সাফল্য এবং অগ্রযাত্রাকে মেনে নিতে পারিনি বিধায় জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চরিতার্থ করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।
মঙ্গলবার সকালে নগরীর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ড অফিস চত্বরে জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলী বক্সের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়েরের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- আবদুল হামিদ, হাজী নাছির আহমদ, হাজী জসিমুল হুদা, হাজী মো. মহসিন, হাজী দানু মিয়া হাজী মনির আহমদ প্রমুখ।
আ.জ.ম নাছির উদ্দিন বলেন, বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধবিধ্বস্ত এই দেশকে সোনার বাংলা গড়ার সংগ্রামে আত্মনিয়োগ করে তখনই স্বাধিনতা বিরোধী যুদ্ধাপরাধী ঘাতকচক্র জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে। এ হত্যাকান্ডের মধ্যদিয়ে তারা বাঙ্গালীর ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায়। অসাম্প্রদায়িক গনতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙ্গে ফেলাই ছিল তাদের মূল লক্ষ্য। ঘাতক চক্র জাতির পিতাকে হত্যা করলেও তাঁর নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। তিনি বলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জনগনের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে সারাজীবন সংগ্রাম করে গেছেন। ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল তাঁর স্বপ্ন।