সময়ের নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আজ ২৩ আগষ্ঠ মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হল মিলনাতয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
নগর আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি আলহাজ্ব আমিনুল হক বাবুল সরকার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ মোতালেব তালুকদার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর তাঁতী লীগ সভাপতি নুরুল আমিন মানিক দক্ষিণ জেলা তাঁতীলীগের সভাপতি মো: দিদারুল আলম দিদার ,নগর মৎস্যজীবী লীগের সহ সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, জাফর আহমদ চৌধুরী ,হাজী সেলিম রহমান, মোঃ শরিফুজ্জামান,একেএম ফজলুল হক ,মোঃ মোঃ হেমায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হায়দার খান, মোঃ গোলাম মোস্তফা ,মোহাম্মদ ওয়াহিদ রহমান ,সাংগঠনিক সম্পাদক হাজী জয়নাল আবেদীন, মোঃ আনছার হোসেন , বাকলিয়া থানা আহবায়ক সেলিম উদ্দিন সেকু , চাঁদগাও থানা যুগ্ন আহবায়ক রাসেল বড়ুয়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দ।
এই সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীচক্র পেছনের দরজায় দিয়ে ক্ষমতা যেতে ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্যে তারেক জিয়া লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামীলীগের অংগসংগঠনকে রাজপথে থাকতে হবে।