
মো. তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): নবীদের ন্যায় মুমিনগণও যুগে যুগে বিশ্বের বিভিন্ন প্রান্তে অসংখ্য মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহ বলেন, ‘আল্লাহর মসজিদ সমূহ কেবল তারাই আবাদ করে, যারা আল্লাহ ও বিচার দিবসের উপর বিশ্বাস স্থাপন করে। যারা ছালাত কায়েম করে ও যাকাত প্রদান করে এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। নিশ্চয়ই তারা সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে’ (তওবা ৯/১৮)।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়ায় আশরাফ উদ্দিন মন্তু জামে মসজিদ-এর তিনতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
২৬ আগস্ট (শুক্রবার)পবিত্র জুম্মার নামাজের আগে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও নবনির্মিত মসজিদের ফাউন্ডার এড. আশরাফ উদ্দিন মন্তু।
হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন।(বুখারি, হাদিস : ৪৫০) তাছাড়া মসজিদ নির্মাণ এমন একটি পুণ্যময় কাজ, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। যত দিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে, তত দিন নির্মাণকারী এর সওয়াব পেতে থাকে। জানা যায়, ছয়শতক জায়গার উপরে তিনতলা বিশিষ্ট এ মসজিদটি নির্মাণ করা হবে। ২০১৭ সালে এডভোকেট আশরাফ উদ্দিন মন্তর তত্ত্বাবধানে এই জায়গাটি খরিদ করা হয়।যা বর্তমানে টিনসেট করে মুসল্লিরা নামাজ পড়তো।আজ পবিত্র জুম্মার দিন মুসল্লিদের সুবিধার্থে নামাজ পড়তে তিন তলা আশরাফ উদ্দিন মন্তু জামে মসজিদের নামকরণ সহ এই ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আশরাফ উদ্দিন মন্তু জামে মসজিদ কমিটির সভাপতি মুফতি আবুল খায়ের, সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.শের আলম মিয়া। আশরাফ উদ্দিন মন্তু জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ তইবুর রহমান, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তফা মিয়াসহ এসময় স্থানীয় সুশীলসমাজের লোকজন,রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মী ও এলাকার মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
পড়েছেনঃ ১১৮