
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সুমাইয়া (১৩) নামের এক কিশোরীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট সকালে উপজেলার তিরনইহাট ইউপির অন্তর্গত রওশনপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই গ্রামের দিনমজুর শামসুল হকের কন্যা।
পুলিশ ও স্থানীয়রা জানায়,মেয়েটি দিনের বেলায় তাদের বাড়িতে একা বসবাস করত, ইউপি সদস্য বলেন, সে শামসুল হক ও রিক্তা আক্তার দম্পতি দিন মজুরের সন্তান । সকালে মেয়ে সুমাইয়াকে রেখে তার মা রিক্তা কাজে চলে যান। পরে ঘরে উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় প্রতিবেশিরা দেখতে পেয়ে আত্ম চিৎকার শুরু করে এবং থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে কিশোরীর রহস্য জনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
কিশোরীর বাবা শামসুল হক বলেন, গতকাল থেকে বাড়িতে ছিলাম না। সকালে শুনতে পারলাম আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিশোরীর মা রিক্তা আক্তারও আত্মহত্যার কোন কারণ জানাতে পারেননি।
তবে স্থানীয়রা বলেছেন, ওই কিশোরীর মাথার (ব্রেন) সমস্যা ছিল। এ ব্যাপারে তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন জানান, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ঘটনাস্থল হতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে প্রাথমিক সূরতহাল নির্নয় করা হয়। পরিবারটির কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত করা হয়নি। আজ শুক্রবার ২৬ আগষ্ট বিকালে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।