রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : জন্মদিন উপলক্ষে কতইনা আয়োজন ৮/১০ হাজার টাকার কেক আর কত রসরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে হাজারো নেতাকর্মীর জন্মোৎসব পালিত হচ্ছে কোটি টাকার অপচয়। কিন্ত রাউজান সাংসদ পুত্র তারোণ্যর অহংকার ফারাজ করিম চৌধুরী নিজের জন্মদিন এতিমখানায় অসহায় শিশুদের সাথে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, দুস্থগরীব দের মাঝে খাবার বিতণের মাধ্যমে উৎযাপিত করেন, এরি প্রেক্ষিতে সারা রাউজান জুডে এতিম,মেধাবী শিক্ষার্থী, গরীব অসহায়দের নানা প্রয়োজনীয় সামগ্রী উপহার ও দোয়া মাহফিলের কর্মসূচির মধ্যে দিয়ে আয়োজন করেছেন ফারাজ করিম চৌধুরীর ৩০ তম জন্মদিন।
সাংসদ পুত্রের জন্মদিন উপলক্ষে সমগ্র রাউজান ইউনিয়নের একেক কর্মসূচি নিয়েছে এতে হলদিয়া ইউনিয়নের আওয়ামিলীগ যুবলীগ ছাত্রলীগ হলদিয়া তরুণ ব্লাড ডোনার্স এবং অনলাইন এক্টিভিটিস গ্রুপ অব রাউজান পাশাপাশি সেন্ট্রাল বয়েজ অব রাউজান ফারাজ করিম চৌধুরীর জন্মদিন উপলক্ষে হলদিয়ায় বাক প্রতিবন্ধী মোঃ নাছির উদ্দীনকে দিয়েছে সব্জীর দোকান।
নাছিরের বয়স প্রায় ২৮/৩০ হবে সে কথা বলতে পারেনা। ইশরায় সবকিছু বুঝে। সাজসজ্জা করে তার চলাফেরা। মুখে সব সময় হাশি খুশি ভাব। হাতের ইশরায় সালাম দিতে দেরি করেনা। বিবাহিত জিবনে সে বর্তমান ২বছরের ফুটফুটে এক সন্তানের জনক। কয়েকবছর ধরে একটি সবজি দোকানে তৎ সামান্য বেতনে চাকুরী করতো। নিজে কষ্ট করে উপার্জন করা তার অন্যতম বৈশিষ্ট। সমাজে অনেক বাক-প্রতিবন্ধি ভিক্ষা করে ভরন পোষণ করে থাকেন। নাছির ভিক্ষা বৃত্তির সে পেশাকে পছন্দ করেনা। তার অধম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে এগিয়ে এসেছেন এ,বি, এম ফজলে করিম চৌধুরী এমপির পুত্র তরুণ প্রজন্মের প্রতিনিধি ফারাজ করিম চৌধুরী, তার জন্মদিন উপলক্ষে সেন্ট্রাল বয়েজ অব রাউজান তাকে সব্জীর দোকান উপহার হিসেবে তুলে দেয়া হয়।
রাউজানের আমিরহাট বাজারে এধরনের একটি সবজির দোকান পেয়ে বাক প্রতিবন্ধি মোঃ নাছিরের আনন্দের কমতি ছিলনা। উপজেলার পশ্চিম ডাবুয়ায় তার বাড়ি, পিতার নাম ফরিদ সওদাগর। এমন মহৎ উদ্যোগের অংশিদার হতে পেরে ফারাজ করিম চৌধুরী পরিচালিত সামাজিক সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানেরর সভাপতি সাইদুল ইসলাম সহ সংগঠনটির সকল কর্মকর্তা ও সদস্যরা গর্বিত।
২৬ শে আগষ্ট ছিল ফারাজ করিম চৌধুরীর ৩০ তম জম্মদিবস, একে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, স্থানিয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এস এম বাবর, মাহবুবুল আলম, রুনু ভট্টচার্য্য, জিয়াউল হক সুমন সহ সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কর্মকর্তারা শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় সবজির দোকানটি উদ্বোধন করে প্রতিবন্ধি নাছিরকে বুঝিয়ে দেন এসময় মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন। সাংসদ পুত্র তরুণ প্রজন্মের প্রতিনিধি ফারাজ করিম চৌধুরীর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলো লক্ষ লক্ষ জনতার ভিড।
পড়েছেনঃ ২০০