
মো. তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): গতকাল বুধবার (৩১ আগস্ট) রাতে হঠাৎ করে সরাইলে আসেন আলোচিত বক্তা মাও. মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরী তাকে উপজেলা সদরে বড্ডাপাড়া জামে মসজিদে স্বাগত জানান সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া ও এলাকার মুরুব্বী ও হুজুরগণ। সরাইল উপজেলা থানা পুলিশের দায় করা বাবুল রেজভীর নামে মিথ্যা মামলা বিষয়ে উপস্থিত সাংবাদিকদের সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শের আলম মিয়া বলেন, বাবুলের জামিনের ব্যাপারে এবং মামলার বিষয়ে ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে। উনারা এইগুলার সুস্থ ব্যবস্থা করবেন। আমাদেরকে থানায় যেতে বলেছেন।
এ সময় তাহেরী হুজুর সাংবাদিকদের বলেন, ইসলামী ছাত্র সেনা দাঙ্গা-হাঙ্গামা জঙ্গিবাদ বিশ্বাস করে না, ইসলামী ছাত্রসেনার আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা ও সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা জানি বাবুল রেজভী নির্দোষ, তাকে যে হেফাজতের তান্ডবের মামলায় সম্পৃক্ত করল, সে আমার আদর্শিক ছেলেটাকে হেনস্ত,অবিচার করল। এবং তাকে মিথ্যা মামলা দিলো আমরা তার তীব্র নিন্দা প্রকাশ করছিও এই জঘন্যতম কাজটি যে করেছে তাকে আগে চিহ্নিত করতে হবে। পরে সরাইল থানায় পুলিশের দায় করা বাবুল রেজভীর নামে মিথ্যা মামলা ও মুক্তির বিষয়ে থানায় বিশেষ আলোচনা হয়েছে।
এই নিয়ে অনেক আলোচনা শেষে সরাইল-সার্কেলের এএসপি মো. আনিছুর রহমান ও সরাইল থানা অফিসার ইনচার্জ ওসি মো. আসলাম হোসেন,হেফাজতের তাণ্ডবের মামলায় বাবুল রেজভীর নাম তাকবে না ও এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা আশ্বাস দেন।এসময় উপস্থিত ছিল হযরত মাওলানা মুফতী গিয়াস উদ্দিন আত্ব তাহেরি, মাও. শহিদুল্লাহ জেহাদী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া,মুফতি শামসুল হক রেজভী, মাওলানা সাদ্দাম হুসাইন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারসহ গণমাধ্যমকর্মী ও এলাকার মুরুব্বিরা উপস্থিত ছিলেন।পরে সকলের উপস্থিতিতে থানায় ওসির কার্যালয়ে দেশও জাতির কল্যাণে পুলিশ সহ সকলের জন্য মোনাজাতে দোয়া করেন পীর মুফতী হযরত মাওলানা গিয়াস উদ্দিন আত্ব তাহেরি হুজুর।