
ফারহান সিদ্দিক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির প্রায় ৪০০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে চারটি মামলা করেছে পুলিশ।গতকাল বুধবার সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল নোমান এবং এসআই নির্মল ত্রিপুরা বাদী হয়ে দুটি করে মোট ৪টি মামলা দায়ের করেন।
পুলিশ জানায় বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও মহাসড়কে জনদুর্ভোগ সৃষ্টি করায় প্রায় ৪০০ জনকে আসামি করে দুটি মামলা করা হয়েছে। জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় গুলিতে দুই নেতা নিহত হওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি।
বিএনপির দাবি আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধাঁপ্রদান করে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সরকারের মামলা-হামলার তীব্র নিন্দা জানাই ।হামলা-মামলা করে তাঁদের দমিয়ে রাখা যাবে না। সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মামলায় পুলিশের কাজে বাঁধাদান, ককটেল বিষ্ফোরন ও বিশেষ ক্ষমতা আইনে ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫০ জন সহ মোট ৩৯৮ জন নেতা-কর্মীকে আসামী করা হয়েছে।তাদেরকে গ্রেপ্তার চেষ্টা চলছে।