
পেকুয়া (কক্সবাজার): কক্সবাজারের পেকুয়ায় পরকীয়া জের ধরে তিন সন্তানের জননী মুর্তজা বেগম নামের এক অন্তঃসত্ত্বা মহিলাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে ঘাতক স্বামী আব্দুর শুক্কুরের বিরুদ্ধে। গতকাল রাত ১২ টার দিকে উপজেলার রাজাখালী দশের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মর্তুজার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বলেন, উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকা থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে । এজাহার পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
পড়েছেনঃ ১০৯