‘রক্তমাখা শার্টেই কাল’ পতেঙ্গার বেড়িবাঁধে যুবককে খুন করে ৬ তরুণ

সময়ের নিউজ ডেস্কঃ নগরের পতেঙ্গার খেজুরতলা বেড়িবাঁধে ছুরিকাঘাতে অজ্ঞাত ব্যক্তি নিহতের ঘটনার বারো ঘন্টার মাথায় হত্যায় জড়িত ছিন্তাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আলমগীর (২০), তানভীর হোসেন মীম(১৮), মো. জাহিদ হোসেন ইমন(১৮), মো. আলী আকবর প্রকাশ গুরু(২০), মো. নাসিম(২০) ও মো. মনির উদ্দিন হৃদয়(২০)। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নুর।

এরআগে রোববার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত আনুমানিক ৪০ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় নিহতের পিঠে ২১টি, বুকে ৪টি, কাধে ১টি ও দুই হাতে ২টিসহ মোট ছুরিকাঘাতের জখম শনাক্ত করা হয়। পরে এঘটনায় পতেঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশ সূত্রে জানা যায়, আসামীরা একটি ছিন্তাই চক্র। প্রতিদিনের মতো শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে তারা ছিন্তাইকাজে বের হয়ে বেড়িবাঁধ এলাকায় ওৎ পেতে থাকে। ভিকটিম রাত আনুমানিক ১ টার দিকে মুসলিমাবাদ থেকে বেড়িবাঁধ হয়ে ইপিজেডের দিকে যাচ্ছিলেন। এসময় মো. আলমগীর তাকে আটকে নাম-পরিচয় জিজ্ঞাসা করে। ভুক্তভোগি তাকে ধাক্কা দিয়ে এগিয়ে গেলে আসামি আলমগীর আবারো পথ আটকে তার পরিচয় জিজ্ঞাসা করে। এক পর্যায়ে তাদের উভয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এসময় অপর আসামিরা এগিয়ে আসলে আলমগীর তার হাতে থাকা ছরি দিয়ে ভুক্তভোগির বুকে, কাধে ও পিঠে উপর্যুপরি আঘাত করে। এতে তার মৃত্যু হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু জাহেদ মো. নাজমুন নুর বলেন, অজ্ঞাত যুবককে হত্যার পর ঘটনাস্থল ও আশপাশ এলাকায় পুলিশের নজরদারী বাড়ানো হয়। এসময় রক্তমাখা একটি শার্ট পরিধান করে মো. আলমগীর এলাকায় ঘুরোফেরা করছে এমন খবরে তাকে হেফাজতে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে অজ্ঞাত ওই যুবককে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করে মো. আলমগীর। পরে তার স্বীকারোক্তিমতে, রোববার (৪ সেপ্টেম্বর ) পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে অপর পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালেতে প্রেরণ করা হয়েছে।