
ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলায় পারিবারিক বিরোধে ছেলের ছুরিকাঘাতে বেলাল হোসেন নামে এক ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টম্বর) দুপুর ১২ টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বেলাল হোসেন নোয়াখালীর সুধারাম থানার উত্তর ওয়াপদা পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছেলে মো. হেলাল পালিয়ে গেছেন। ওসি (তদন্ত) সুমন বর্ণিক বলেন, আমরা যতদূর জেনেছি ছেলে বাবাকে চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য। বিয়ের কথা নিয়ে ছেলে ঘরের আসবাবপত্র ভাংচুর করছে। বাবা সেটার প্রতিবাদ করতে গিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে বাবাকে ছুরিকাঘাত করে খুন করে।
পড়েছেনঃ ১২৯