
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি টিনসেড সেমিপাকা বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৭ সেপ্টেম্বর ) রাত ৯ টার দিকে ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ছনা গাজীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২লক্ষ টাকা হবে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় পৌনে দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকন্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হল মোঃ ইব্রাহিম, আবদুল লতিফ,মোঃ হাবিব, বাবুল, ইয়াকুব।
সরেজমিনে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, বুধবার রাত ৯ টার দিকে ছনা গাজীর বাড়ির ইব্রাহিম এর ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ঘরে ছড়িয়ে পড়লে এতে পাশের সেমিপাকা টিনশেড ঘর সহ ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় পাশের দুইটি দেওয়াল ধসে পড়ে। এতে তাদের আসবাবপত্র সহ সবকিছু পড়ে শেষ হয়ে গেছে। খোলা আকাশের নিচে মানবতার জীবন কাটাচ্ছে হতদরিদ্র পরিবারগুলো। হাটহাজারী ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মোঃ শাহাজান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দুইটি ইউনিট প্রায় পৌনে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি ভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।