হাটহাজারীতে সাপের কামড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পরিবারের অবহেলায় হাটহাজারীতে বিশাক্ত সাপের কামড়ে আরিফুল ইসলাম(১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থী র মৃত্যু হয়েছে।শুক্রবার(৯সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় সে মারা যায়। আরিফ নাঙ্গলমোড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মাও.হাসমত আলী চৌধুরী বাড়ীর প্রবাসী সালাউদ্দিনের পুত্র ও নাঙ্গলমাড়া শামসুল উলুম ফাজিল মাদরাসার ৬ষ্টম শ্রেণির শিক্ষার্থী। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিতম মৃত ঘোষণা করেন,তবে আরিফুলে মা আবারো কবিরাজ আনলে সেই কবিরাজ বলে সে মারা যায়নি।এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল রাত সাড়ে নয়টার দিকে আরিফ ঘুমাতে যায়।তার রুমের কাটে বসলে নিচ থেকে তার পায়ের আঙ্গুলে বিষাক্ত সাপ কামড় দেয়।তাৎক্ষণিক স্থানীয় বৈদ্যর কাছে নিয়ে ঝাড়ফুঁক করে। রাতে আবারো ফতেপুর ইউনিয়নের ১নাম্বার গেইট বত্তা ফকির বাড়ী এলাকায় কবিরাজের ওখানে নিয়ে যায়।সেখানেও কবিরাজি চিকিৎসা করা হয়।রাতে স্বাভাবিক ছিল আরিফ।কিন্তু সকালেই অবস্থার অবনতি ঘটলে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনে।তবে পরিবারের অবহেলার কারনে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলেও চিকিৎসক ও এলাকাবাসীরা জানান।