ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড : গান, কবিতা, কথামালায় পঞ্চকবির স্মরণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সুরাঙ্গন খেলাঘর আসর। ৯ সেপ্টেম্বর সকাল ৯টায় সীতাকুণ্ড চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন মিলনায়তনে আয়োজিত হয় এ অনুষ্ঠান।
বাবু দেবাশিস ভট্টাচার্যের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী। আসরের সাধারণ সম্পাদক মুন্নি সেনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদার, সাধারণ সম্পাদক সুজিত পাল, সুরাঙ্গন খেলাঘর আসরের সহ-সভাপতি পরেশ দাশগুপ্ত, সহ-সভাপতি বিজয় চন্দ্র রায়, রেডিও সাগরগিরি পরিচালক সাংবাদিক সঞ্জয় চৌধুরী, কবি বাসু দেব নাথ, শিক্ষক টিটু রঞ্জন দাশ, আবিদ হাসান মেহেদি, অপি দেব নাথ, কাকলী লামা , জয় নাথ প্রমুখ।
এসময় আলোচকরা পঞ্চকবি ; রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেন এর সাহিত্যকর্ম, গান ও কবিতা নিয়ে বিশেষভাবে আলোচনা করেন। আসরের ছোট-ভাইবোনদের কন্ঠে পরিবেশিত হয় পঞ্চকবি রচয়িত গান ও কবিতাসমূহ। প্রধান অতিথির বিভিন্ন উৎসাহ ও নির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয় এ আয়োজনের।
পড়েছেনঃ ১০৭