
মো. তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ছেলে সেতুর উপর থেকে নিচে লাপ দিয়ে। সাংবাদিকের কাছে এসে বলে এই রাস্তা আর হবে না। সেতু থেকে নিচে এসে যে রাস্তার কথা ছেলেটি বলছিল। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর বাজারে পুর্বপাশে রসুলপুর- আজবপুর রাস্তার সেতু আছে, কিন্তু রাস্তা নেই।এ সেতুটি অনেক বছর আগে নির্মাণ করা হয়েছে এলাকাবাসী জানিয়েছেন। কিন্তু যারা দাঁড়িয়ে আছে কোন কাজে আসছে না।কিন্তু যাতায়াতের উপযোগী করা হয়নি। শুধু নির্মিত সেতুটি দাঁড়িয়ে আছে। কোনো কাজে আসছে না।

পড়েছেনঃ ১১৬