মোঃ তাসলিম উদ্দিন, সরাইল প্রতিনিধিঃ রাত পোহালেই সরাইল আওয়ামীলীগের সম্মেলন” কারা আসছে নেতৃত্বে এই নিয়ে আছে রাজনীতি কর্মীদের জল্পনা-কল্পনা।সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি আট বছর পার।দীর্ঘ প্রায় আট বছর পর সরাইল উপজেলা আওয়ামী-রাজনৈতির নেতৃত্বে কারা আসছেন।এ নিয়ে সরাইল উপজেলার আওয়ামীলীগের তৃণমূল থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন উপজেলায় সর্বোচ্চ পর্যায়ে আলোচনায় রাজনৈতিক চা গরম করছে। সরাইল উপজেলা আওয়ামী লীগে রয়েছে কয়েকটি গ্রুপ, যা সবার মুখে মুখে।
এদিকে জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে দিনের পর রাত পোহালেই ১৪ সেপ্টেম্বর হতে যাচ্ছে আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঝিমিয়ে পড়া সাংগঠনিক কার্যক্রমে দেখা দিয়েছে চাঙ্গাভাব। ওয়ার্ড কমিটির থেকে শুরু করে ইউনিয়ন কমিটির করছে উপজেলা আহবায়ক কমিটি। এইরে উপজেলা কমিটিগুলোতে করার সৌন্দর্য এবং শত শত কর্মীদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা । সবচেয়ে তৎপর হয়ে ওঠেছেন পদপ্রত্যাশী নেতারা। শীর্ষ দুই পদপ্রত্যাশী নেতাদের সমর্থনে উপজেলা জুড়ে বিলবোর্ড-প্ল্যাকার্ডে প্রচারণা চালানো হচ্ছে।
কারা আসছেন সরাইল উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে এমন প্রশ্ন সর্বত্র। পুরনো না নতুন নেতৃত্ব- এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে নেতাকর্মী দের মধ্যে।তবে নেতাদের প্রায় সকলেই জানিয়েছেন, শেষপর্যন্ত নির্বাচনবা কেন্দ্রীয় নেতাদের ইচ্ছায় মনোনীত করা হবে শীর্ষ নেতৃত্ব। এই নিয়ে চলছে জল্পনাকল্পনা জানার জন্য অপেক্ষা করতে হবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। সকলেই এমনটি ধারণা করলেও বসে নেই পদপ্রত্যাশী নেতারা। জোরেশোরেই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। পদপ্রত্যাশীদের ছবি শোভা পাচ্ছে এখন উপজেলা বিভিন্ন বিলবোর্ডে। সরাইল উপজেলা আওয়ামী লীগের দায়িত্বরত নেতাদের সাথে কথা বলে জানা যায়, সম্মেলন সামনে রেখে ইতিমধ্যে ৯টি ইউনিয়নের ৯টি কমিটি গঠন হয়েছে।কমিটির শীর্ষ পদ কারা পাবেন এনিয়ে শীর্ষ নেতাদের অনুসারী, ও কর্মী-সমর্থকদের রয়েছে ভিন্নমত। আগামী ১৪ সেপ্টেম্বর জানা যাবে কে আসছে সরাইল উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে।
সরাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে এ প্রতিনিধি সাথে কথা হয় বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক এড.নাজমুল হোসেনের সঙ্গে। তিনি বলেন,আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা বর্ধিত সভাও করে ফেলেছি। ওয়ার্ড কমিটি গুলোও গঠন করা হয়েছে। সম্মেলনে নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন নিয়ে তিনি বলেন, এখন যারাই যেসব কথা বলছেন সব অনুমান নির্ভর কথা। সম্মেলন মানে শুধু নেতৃত্বে রদবদল নয়। সম্মেলনের মাধ্যমে দল সুসংগঠিত হয়। সম্মেলনের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা চাঙ্গা হন। তাছাড়া উপজেলা বা ইউনিয়ন কমিটি গুলো সরাসরি জেলা দেখেন। তিনি বলেন আমরা আশা করছি কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের সম্মানিত অতিথিগণ উপস্থিত থাকার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা হবে।