সড়ক দুর্ঘনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

পঞ্চগড়, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাজারের রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় সমিজুল ইসলাম (৬৭) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বুড়াবুড়ি মান্দুল পাড়া এলাকার রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই বীর মুক্তিযোদ্ধা উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে, পশু ডাক্তার হারুন অর রশিদ এর বাবা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় বুড়াবুড়ি বাজারের মান্দুলপাড়া এলাকায় চা খাওয়া শেষ করে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলটি স্ব-জোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে যান। ওই সময়ে স্থানীয়রা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।