![](https://somoyernews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ শোয়াইব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ হাটহাজারীতে ফতেয়াবাদ অটোরিকশা আঞ্চলিক শাখার নব নির্বাচিত কার্যকরী কমিটির সকল সদ্যস্যবৃন্দের পক্ষ থেকে চিকনদন্ডী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি মেম্বার ও সংগঠনের উপদেষ্টা মো.নুর হোসেন (হাসান)কে ফুল দিয়ে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন। দীর্ঘ ১২বছর পর এ সংগঠনের নির্বাচন হওয়ায় সংগঠনের শ্রমিকদের উন্নয়নের অগ্রযাত্রা ও অধিকার আদায়ের লক্ষে নব নির্বাচিত কমিটি সহযোগীতা কামনা করেন।
উক্ত সাক্ষাতে নব-নির্বাচিত কমিটির সভাপতি মো.আলমগীর রমজান ও সাধারন সম্পাদক মোঃচাবেরের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো.মুছা মামুন,সহ সম্পাদক মো.ইলিয়াছ,কার্যকরী সম্পাদক মো.তাহেছ, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ,প্রচার সম্পাদক মো.জানে আলম,লাইনম্যান জানে আলম টুনু,অর্থ সম্পাদক মোঃ সোহেল,দপ্তর সম্পাদক মো.এসকান্দর, সিনি. সদস্য মো.শরীফ,মঞ্জুর হোসেন মিয়া,ও মো.মিজান প্রমুখ।
উল্লেখ্য ফতেয়াবাদ মদুনাঘাট সড়কের চলাচলরত শ্রমিকদের সংগঠন ফতেয়াবাদ আঞ্চলিক শাখার ১যুগেও কোন নির্বাচন হয়নি।সদস্যদেে ঐক্যমতের ভিত্তিতে গত ১০সেপ্টেম্বর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারন সদস্যদের উপস্থিতিতে ভোট গ্রহনের মাধ্যমের এ কমিটির সদস্যরা নির্বাচিত হয়।