
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় প্রধান মন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় সামাজিক সম্প্রীতি সমাবেশ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের কার্যালয়ে, নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এর সভাপতিত্বে, উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচ্য বিষয়ের ছিল, জনসচেতনতা মূলক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত মোতাবেক,ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা সহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগয়ে নিতে, সর্বদা সচেষ্ট রাখবে এ কমিটি। ধর্মীয় উগ্রবাদ জঙ্গিবাদ সহিংসতা সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রচার এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করবে। এছাড়াও মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সহ সকল উপাসনালয়ের নিরাপত্তা বিধানের কার্যকর সহায়তা সহ সকল ধর্মীয় উৎসব যথাযথ ভাবগাম্ভীর্যের, উৎসাহ উদ্দীপনার মাধ্যমে, উদযাপনের পরিবেশকে অক্ষুন্ন রাখতে সকল প্রকার প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ওসি মোঃ জাহিদুল হক, সদর চেয়ারম্যান সন্জিব রঞ্জন তালুকদার টিটু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম, মধ্যনগর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান, সাংবাদিক কুতুবউদ্দিন তালুকদার,যুবলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম জিলানী, সাবেক ছাত্রলীগের সভাপতি পারভেজ আহমেদ, ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম খান প্রমুখ।