মধ্যনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির মত বিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মত বিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মধ্যনগর থানার ওসি মোঃ জাহিদুল হক নাজমুল এর উদ্যোগে, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কিরন তালুকদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার এর পরিচালনায় বক্তব্য রাখেন, উদ্যোগক্তা ও সি মোঃ জাহিদুল হক নাজমুল, জগন্নাথ জিউর আশ্রমের সভাপতি শ্রী গোপেশ চন্দ্র তালুকদার, বাজার বনিক সমিতির সভাপতি অমরেশ চৌধুরী রায়, পূজা উদযাপন কমিটির অন্যতম সদস্য নির্মাল্য তালুকদার বাপ্পি, দানেশ চন্দ্র তালুকদার, সুরঞ্জন তালুকদার, বাপ্পি ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, হিন্দুদের সবচেয়ে বড় উৎস নিরাপত্তার সহিত উদযাপনের, পরিকল্পিত পদক্ষেপ গ্রহনের এ মত বিনিময় সভায় আলোচনা করা হয়েছে। এবিষয়ে ও সি জাহিদুল হক নাজমুল হিন্দু ধর্মলম্বী পূজা উদযাপন কমিটির উদ্দেশ্যে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, কোনরকম মাদক সেবন অতিরিক্ত আলোকসজ্জা করা যাবেনা। অপ্রীতিকর অনাকাংখিত ঘটনার আগেই সে দিকে খেয়াল রাখার নির্দেশনা দেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুসারীদের এবছর ৩৩ টি পূজা মন্দির স্থাপন করা হয়েছে। সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে মিলবন্ধনে উপজেলার ৩৩ টি দূর্গা মন্দিরের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উক্ত প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণ করেন।