সরাইলে সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তিনটার দিকে উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী অফিসার মো. আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি জাতীয় সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি। উপস্থিত বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখায় ধর্মীয় নেতাদের প্রশংসা করেন।

বক্তারা বলেন, দেশের কিছু এলাকায় সাম্প্রদায়িক হামলার ঘটনা হলেও সরাইল উপজেলার মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেছে।এ উপজেলার মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সরাইলে ধর্মীয় সম্প্রীতির উপজেলা,এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো.শাহাগির হোসেন. জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মুল্লা শাহীন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, সরাইল- সার্কেল এর সহকারী পুলিশ সুপার মো.আনিছুর রহমান,সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.নাজমুল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া,উপজেলা মসজিদের ঈমাম মাও. জয়নাল আবেদিন,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দেবদাস রায়, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন প্রমুখ।এসময় উপজেলার সর্ব শ্রেনীর প্রতিনিধি,শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান।