সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, মাঠে নামছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নূরুল হুদা মুকুট । ১৯ সেপ্টেম্বর সোমবার জেলার মধ্যনগর উপজেলার ৪ টি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার গনদের সাথে মতবিনিময় ও ভোট প্রার্থনা করেন। এরমাঝে উত্তর বংশিকুন্ডা, দক্ষিণ বংশিকুন্ডা, চামরদানী, মধ্যনগর সদর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা করেন। এসময় সাথে ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও মধ্যনগর থেকে বক্তব্য রাখেন বাজার বনিক সমিতির সভাপতি অমরেশ চৌধুরী রায়, সাবেক আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার,মৎস্য লীগের সভাপতি রুহুল আমিন খান ও পরিষদের চেয়ারম্যান সন্জিব রঞ্জন তালুকদার টিটু এবং পরিষদের সদস্য বৃন্দ। বক্তারা বলেন সুনামগঞ্জে নূরুল হুদা মুকুট আওয়ামী লীগের বটবৃক্ষ, জনবান্ধন মুকুট ভাই এর কোনো বিকল্প নাই, তৃণমূলের নেতা-কর্মীরাদের আশ্রয় স্থল, তারা আরও বলেন মুকুট ভাই কে আবারও নির্বাচিত করে আমরা ছায়াতলে থাকতে চাই। স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়ে স্বতন্ত্র প্রার্থী নূরুল হুদা মুকুট বলেন সুনামগঞ্জের ১২ টি উপজেলার সাধারণ মানুষের সুখে দুখে আমি অতীতে ছিলাম ভবিষ্যতেও থাকবো সবার জন্য আমার দরজা খোলা। মধ্যনগর জগন্নাথ জিউর আশ্রমে দশ লক্ষ ও মসজিদে দশ লক্ষ টাকা অনুদান বরাদ্দ করলাম, পর্যায়ক্রমে দুটি ঘাটলা নির্মাণ করে দিবো।