সন্তানের বিরুদ্ধে বাবা-মার সংবাদ সম্মেলন

মো. তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়ায়া সরাইল উপজেলার টিঘর গ্রামে অবাধ্য সন্তানদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পিতা-মাথা . জজমিয়া ও তার স্ত্রী মিনারা বেগম । বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন, মা মিনারা বেগম বলেন,আমাদের তিন ছেলে ও এক মেয়েকে বিয়ে দিয়েছি। ওই সন্তানের অত্যাচার নির্যাতনের ভয়ে অর্ধেক রাত ঘুমাই আর অর্ধেক রাত সজাগ থাকি। তারপরে বিভিন্ন ভাবে হুমকি ধামকি এর আগেও আমাদের ওপর অত্যাচার নির্যাতন করতো।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে মা আরো অভিযোগ করে বলেন,আমার ছেলে শাহজাহান বেপরোয়া হয়ে গেছে। আমাদের উপর সন্ত্রাসী অত্যাচার শুরু করলে। আমাদের প্রতিবেশি আমার চাচাতো ভাই লায়েছ মেম্বার ও ভাই মাহতাব সহযোগীতা করে বলে। তাদের নামে আদালতে মিথ্যা মামলা দিয়েছে।আমাদের বাড়িছাড়া করে সম্পত্তি দখল করে নিতে পারেনা। তাই আমার ছেলে শাহজাহান মাথা এবং শরিলের অংশ কেটে হাসপাতলে ভর্তি হয়ে এরা দুজনের নামে আদালতে মিথ্যা মামলা করেছে। এরা দুজনের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের ছেলে আমাদেরকে কোন প্রকার ভরণপোষণ দেই না। উল্টো আমাদের উপর আরো অত্যাচার অবিচার করে যাচ্ছে এই তিন ছেলে। নিরুপায় হয়ে কিছুদিন আগে এক ছেলের নামে মামলা করেছি আদালতে। আমাদেরকে তো দেখতে পারে না, কিছু করবো দুরের কথা, এখন তাদের অত্যাচারে থেকে বাছাই সবচেয়ে বড় কঠিন।

মিনারা বেগম বলে,এত বছর বিদেশ করে আমার স্বামী অর্থ সম্পদ ছেলেদের তলে ব্যয় করে,তাদেরকে বিদেশ পাঠিয়েছে। আজ তারা আমাদেরকে ভরণপোষণ দিবে দূরের কথা। এখন আরও অত্যাচার করে তাদের বউয়ের কথা শুনে।

বাবা জজ মিয়া বলেন, সকলের কাছে এর বিচার দাবি করছি। যে ছেলে আপন মা বাবার সাথে এমন করে আর মানুষের সাথে কি করবে। তা আপনারা ভাল করে জানেন এবং বিদেশ আমি কাতার যেখানে চাকরি করেছি ওইখানের মানুষ সব জানে।ব্রাহ্মণবাড়িয়াসহ সরাইল বাসীর কাছে এই ছেলেদের বিচার দাবি করছি। এ পর্যন্ত তারা বিদেশ করেছে আমাকে একটি গেঞ্জি কিনে দেয় নাই। এরপরে আমার উপরে অন্যায় অত্যাচার করে। এসব দেখে কেউ আসলে। নিজের শরীর ক্ষত-বিক্ষত করে মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমার শালা মাহতাব ও আমার চাচাতো ভাই লায়েছ মেম্বারের নামে আদালতে মামলা করেছে। যার কোন সত্যতা নেই সব মিথ্যে। আমি আমার সন্তানদের সুষ্ঠ বিচার দাবী জানাচ্ছি।