
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মামনি প্রকল্প ইউ. এস. এ. আই. ডি’র অর্থায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মামনি প্রকল্পের অর্থায়নে পরিচালিত,স্হানীয় সরকার ভিত্তিক সিমান্তিক বেসরকারি ব্যবস্তায়নের আয়োজন করেছেন। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায়, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে, ২য় দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বিশেষ অতিথি পরিবার পরিকল্পনার পরিদর্শক তারেক সিদ্দিক রিফাদ এর আয়োজিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, মধ্যনগর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম এ মান্নান, ইউপি সদস্য প্রানগোপাল চৌধুরী।
এছাড়াও ফ্যামিলি প্ল্যানিং মাঠকর্মীরা কর্মাশালায় অংশগ্রহণ করেন। হাওর অঞ্চলের মানুষের মা ও শিশু স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়েছে। ক্লিনিকে জরুরী রোগীর চিকিৎসা নিতে ঔষধের চাহিদা ও যন্ত্রপাতির অভাব মেটাতে সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে ব্যবস্থা করা এবং জটিল রোগীর উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে একজন এম বি এস ডাক্তার ক্লিনিকে যথোপযুক্ত প্রয়োজন বলে মনে করছেন অংশ গ্রহনকারী অতিথিরা।
 
															 
								 
											





















