আখাউড়ায় কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের ২০১১ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ “এসো মিলি ছন্দে প্রাণের আনন্দে, চলো যাই উৎসবে, ফিরে যায় শৈশবে” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১১ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ছেলে-মেয়ে সহ উপস্থিত ছিলেন ২০১১ ব্যাচের প্রায় দুই ডজন শিক্ষার্থী। দীর্ঘ ১১ বছর পর সকলে একত্রিত হতে পেরে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। ব্যাচের এটি প্রথম ও ক্ষুদ্র অনুষ্ঠান হলেও এতে কোন কিছুরই কমতি ছিলো না, পরিচিতি পর্বের মাধ্যমে অনুষ্ঠান টি শুরু হয়ে, খেলাধুলা, কেক কাটা ও ফটো সেশনের মাধ্যমে তা শেষ হয়।
কয়েকজন সহপাঠীর নিরলস চেষ্টার ফলে অনুষ্ঠিত অনুষ্ঠানটি কে কিছু সময়ের জন্য হাসি ঠাট্টা ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে হলরুম টি পুরো মাতিয়ে তুলেন তারা। পরিচিতি পর্বে সংক্ষিপ্ত বক্তব্যে কয়েকজন সহপাঠী বলেন, দীর্ঘদিন পরে হলেও স্কুল জীবনের বন্ধরা একসাথে মিলিত হতে পরে আমরা সবাই খুবই খুশি হয়েছি। প্রত্যেক বছর অনুষ্ঠানটির আয়োজন করার দাবী করেন অনেকে। কষ্ট করে যারা অনুষ্ঠানটির আয়োজন করতে দেশ ও প্রবাস থেকে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান উপস্থিত সবাই। এছাড়াও সুন্দর আয়োজন ও দুপুরের রুচিসম্মত বিভিন্ন প্রকার সুস্বাদু খাবারের আয়োজন করায় আয়োজক ও ব্যাবস্থাপনায় যারা ছিলেন তাদের প্রতি অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠানে বিকেল বেলায় সহপাঠীরা মেতে উঠেন বিভিন্ন খেলাধুলায়, পরে ফটোসেশান শেষে সকলে মিলে একসাথে একটি কেক কাটেন। অনুষ্ঠানে সহপার্ঠিদের মধ্যে থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন, আখাউড়া উপজেলা পরিষদের সিএ কামাল হোসেন, কুমিল্লা জেলা সাবরেজিস্টার কার্যালয়ে কর্মরক মিসেস মুন্না আক্তার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে কর্মরত মোঃ হানিফ মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ সহকারী হাবিবুর রহমান, দক্ষিণ আফ্রিকার সিটিজেন ওমর ফারুক ভুঁইয়া, আল-আরাফা ইসলামি ব্যাংকে কর্মরত কাজী কামরুল ও নাজমুল ভুঁইয়া, রাকিব ভুঁইয়া, আলপনা আক্তার সহ আরো অনেকে।
এ-সময় কর্মজীবনে চাকুরী ও প্রবাসে থাকায় অনুষ্ঠানে মুটো ফোনের মাধ্যমে ভার্চুয়ালী যুক্ত ছিলেন, প্রবাসী বন্ধু শাহনুর ইসলাম বাবু, সেনা সদস্য কাজী আলামিন ভূইয়া সবুজ সহ আরো কয়েকজন।