চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে উপ-সচিব

সময়ের নিউজ ডেস্কঃ চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব খন্দকার জাকির হোসেন। আজ ১২ অক্টোবর বুধবার তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, আউটডোর, ইনডোর ও জরুরী বিভাগ ঘুরে দেখেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. আবুল হোসেন শাহীন, সিনিয়র কনসালট্যান্ট (অর্থো সার্জারী) ডা. অজয় কুমার দাশ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তফা জামাল হায়দার, কনসালট্যান্ট (মেডিসিন) ডা. হামিদুল্লাহ মেহেদী, কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. রাজদ্বীপ বিশ্বাস, কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা.মৌমিতা দাশসহ বিভিন্ন ওয়ার্ডেও চিকিৎসক ও নার্সগণ।

হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব খন্দকার জাকির হোসেন বলেন. স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বর্তমান তত্ত¡াবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির নেতৃত্বে টিম জেনারেল হাসপাতাল কাজ করে যাচ্ছে। কোভিডকালীন সময়ে হাসপাতাললের সকল চিকিৎসক-নার্স ও কর্মচারীরা জীবনের মায়া ত্যাগ করে কোভিড রোগীদের সুচিকিৎসায় এগিয়ে এসেছেন বলেই চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আজ সারাদেশে পরিচিতি লাভ করেছে। এরই ধারাবাহিতা রক্ষায় হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক-নার্স ও কর্মচারীকে আরও আন্তরিক হতে হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে জেনারেল হাসপাতালে সেবার পরিধি বেড়ে যাওয়ায় আউটডোর-ইনডোরে রোগীদের কমতি নেই। জনবল সংকট থাকা সত্তে¡ও হাসপাতাল জরুরী বিভাগে আগত রোগীদেরকে মেডিকেল অফিসারের মাধ্যমে ৭/২৪ ঘন্টা চিকিৎসা-সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া শিশু, গাইনী, মেডিসিন, হৃদরোগ, নাক- কান-গলা ও সার্জারীসহ অন্যান্য আউটডোর-ইনডোরে নিয়মিত চিকিৎসা-সেবা দেয়া হচ্ছে।