আ জ ম নাছির উদ্দীনের জন্মদিনে কুলসুমা শরীফ ফাউন্ডেশনের বোখারী শরীফ অনুষ্ঠিত

সময়ের নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের ৬৬তম জন্মদিন উপলক্ষে ১৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বাকলিয়া এলাকায় কুলসুমা শরীফ ফাউন্ডেশনের উদ্যোগে খতমে কোরান ও বোখারী শরীফ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ জ ম নাছির উদ্দীন । অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সাইখুল হাদীস মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী।

বোখারী শরীফে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কার্যকরী সদস্য বেলাল আহমেদ, নগর আওয়ামী লীগ নেতা মো. ঈসা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রায়হান ইউসুফ, আবদুল মান্নান ফেরদৌস, কুলসুমা শরীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান,সৈয়দ আশরাফ উল্লাহ আদিলসহ স্থানীয় আওয়ামী লীগ ও মুরুব্বীবৃন্দ উপস্থিত ছিলেন।

আ জ ম নাছির উদ্দিনের জন্ম চট্টগ্রাম আন্দরকিল্লায়, তাঁর মাতার নাম ফাতেমা জোহরা বেগম এবং বাবা সৈয়দ মঈনুদ্দিন হোসাইন ছিলেন একজন শিক্ষানুরাগি ।তিনি ১৯৭৩ সালে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং পরবর্তীতে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি পাস করেন। আ জ ম নাছির উদ্দিন বিদ্যালয়ে অধ্যায়নকালীন সময়ে বাংলাদেশ ছাএলীগের সক্রিয় কর্মকান্ডে জড়িত হন।বিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে যোগ দেন উনসওরের গণ অভ্যুথানের মিছিলে। আশির দশকের শুরুতে তিনি রাজনীতিতে সক্রিয় হন।বর্তমানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।