পল্লী চিকিৎসকরা বিপদের বন্ধু -ডাঃ এম. এ করিম

ফারহানা ইয়াসমিন সোনিয়াঃ শেভরণ হাটহাজারী শাখার সায়েন্টিফিক সেমিনার ও মতবিনিময় সভায় ডাঃ এম এ করিম বলেছেন, পল্লী চিকিৎসকরা মানুষের বিপদের বন্ধু। তারা প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও নিন্মআয়ের মানুষদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। সুদক্ষ পল্লী চিকিৎসকদের সম্মানের সহিত টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুক্রবার (২১ অক্টোবর) হাটহাজারী কাচারী রোডস্থ এন জহুর শপিং সেন্টারে অবস্থিত চট্টগ্রামের বিখ্যাত মানসম্মত ও স্বনামধন্য শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রাঃ) লিমিটেড হাটহাজারী শাখার সায়েন্টেফিক সেমিনারে সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।

সোয়াইব হোসাইন ফারুকীর সঞ্চালনায় উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন,ডাঃ আব্দুল মান্নান সিকদার,ডাঃ কাজী শামীম আল মামুন,ডাঃ আব্দুল্লা আল মাহমুদ সোহেল,ডাঃ বিজয় কুমার দত্ত,ফ্যাইনেন্স ডিরেক্টর মীর নাজের আহম্মেদ, ম্যানেজিং পার্টনার মীর মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, হাটহাজারী সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক বাবলু দাশ, মার্কেটিং ম্যানেজার বটন কান্তি নন্দী,ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান প্রমুখ।

সভায় হাটহাজারী শেভরণ শাখার ম্যানেজিং পার্টনার মীর মোশারফ হোসেন বলেন, সুস্থ্য, দক্ষ মানবসম্পদ গড়তে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এক্ষেত্রে পল্লী চিকিৎসকরা বড় ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, বিশ্বমানের স্বাস্থ্যসেবা আপনাদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সম্পূর্ণ নতুন আঙ্গিকে আরো উন্নত সেবার প্রত্যয়ে হাটহাজারীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে বাংলাদেশে সমন্বিত কম্পিউটারাইজড ক্লিনিক্যাল ল্যাবরেটরীর প্রথম সূচনাকারী প্রতিষ্ঠান শেভরন হাটহাজারী শাখা। এ শাখায় থাকছে অর্ধশতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ মেডিকেল ল্যাবরেটরী, রেডিওলজি টেকনোলজিস্ট সহ সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন সুবিশাল ল্যাব। এছাড়াও রয়েছে ল্যাব অটোমেশন সিস্টেম। হৃদরোগ রোগীদের জন্য রয়েছে সপ্তাহে ৭ দিন হৃদরোগ বিশেষজ্ঞ দ্বারা 2ডি ও কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি, ইটিটি করানোর সুব্যবস্থা।

তিনি আরও বলেন,পল্লী চিকিৎসকরা শেভরণ পরিবারের আজীবন শুভাকাঙ্খী হিসেবে আপনাদের অবদান অনস্বীকার্য। এ সময় উপস্থিত পল্লী চিকিৎসকরাও শেভরণের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।