মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে হুলুস্থুল এক ভালবাসার জেমস জুয়েলর জন্ম দিন পালিত হয়েছে, বৃহস্পতিবার ২০ অক্টোবর রাত দশটার দিকে সরাইল উপজেলার সদরে বড় দেওয়ান পাড়ায় ” এজি ফুড” এর অত্যাধুনিক খাবার রোমে, সেলিম ইফরাত, সানাউল্লাহ সেলু, কে এম সজল, বেলাল আহমেদ, পারভেজ তাদের উদ্যোগে এ জন্মদিন পালন করা হয়। কেক কেটে সবার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও ফেসবুক বন্ধুদের সাথে এ জন্মদিন পালন করেন। উপস্থিত অনেকে বলেন,ফেইসবুকে সবচেয়ে জনপ্রিয় মুখ।
ফেইসবুকে যেমন উনাকে সরাইলের সবাই এক নামে জানে জেমস্ জুয়েল যাকে এভারগ্রিন বা চিরসবুজ বলে, সরাইলে ফেইসবুকে ভালবাসার ছড়াছড়ি শুধু এই জুয়েলের কল্যাণে যেমন: হুলুস্তুল ভালবাসা, লুটপাঠ ভালবাসা,চলুক ভালবাসা, চলুক সুতা, আজকে সবার এই প্রিয় মানুষটির জন্মদিন’শুভ জন্মদিন ভাইকে সারপ্রাইজ, চলুক হুলুস্থুল ভালবাসা সবার আনন্দ উৎসবের মাধ্যমে। আজ সবার মাঝে হাসিতে বেছে থাকুক মো. জুয়েল ঠাকুর।