শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার আয়োজনে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ ইভটিজিং বাল্যবিবাহ প্রতিরোধে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদে এক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। রবিবার (২৩ অক্টোবর) ২০২২ বিকেলে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ৩ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুধু মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ, মো.জাহাঙ্গীর হোসেন সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সাংস্কৃতিক ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাংবাদিক মামুন আহম্মেদ,এলাকায় মুরুব্বি আসাদ মিয়া, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ড মেম্বার নুরুল আমিন,এসময় সদর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যবৃন্দ ও সংরক্ষিত মহিলা আসনের মহিলা সদস্য বৃন্দ সহ গ্রামপুলিশ সদস্য উপস্থিত ছিলেন।